[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে করোনা রোগিদের ফ্রি অক্সিজেন প্রদান

৫১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই ইউনিয়নের ফ্রি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। মরণঘাতি করোনা ভাইরাস আক্রান্ত ৪নং ইউনিয়ন বাসির জন্য এ ফ্রি অক্সিজেন দেয়া হয়েছে।

সোমবার(৩০আগস্ট) বিকালে ইউনিয়নের সমাজ সচেতন ব্যক্তিদের আর্থিক ও সার্বিক সহযোগিতায় দশটি বিনামূল্য অক্সিজেন প্রদান করা হয়। প্রথমে ৪টি এবং পরে আরোও ৬টি সিলিন্ডার প্রদান করার পরিকল্পনা রয়েছে তাই সিলিন্ডার গুলো কাপ্তাই নতুনবাজার মুনমুন মেডিকেল হলে রাখা হয়েছে।

করোনাকালীন জরুরি প্রয়োজন হলে ডাক্তারি সনদ ও রোগির জাতীয় পরিচরয়পত্র দিয়ে এ সেবা সকলে নিতে পারবে।

অক্সিজেন সিলিন্ডার প্রদানকালীন ৪নং ইউনিয়ন সমাজ সচেতন ব্যক্তি সাগর চক্রবর্তী বলেন, করোনাকালীন বহুমানুষ অক্সিজেনের কারণে মৃত্য হয়েছে। তাই আমরা সমাজের সচেতন ব্যক্তিরা উদ্যোগ নিয়ে ফ্রি অক্সিজেন প্রদান করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় সমাজ সচেতন ব্যক্তি মোফাজ্জল হোসেন স্বপন, মোঃ ইউসুফ,সজিবুর রহমান, এম নুরু উদ্দিন সুমন, কফিলউদ্দিন ও সালাউদ্দিন উপস্থিত ছিলেন।