মাটিরাঙ্গায় জলপাহাড় লেকে মাছের পোনা অবমুক্ত করণ
|| মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ||
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মৎস্য দপ্তর এ কর্মসুচীর আয়োজন করে।
রোববার (২৯ আগষ্ট) দুপুরে মাটিরাঙ্গার একমাত্র বিনোদনমুলক পার্ক জলপাহাড় লেকে পোনা মাছ অবমুক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মোঃ হেদায়েত উল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিমসহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের মৎস্য জীবিগণ।
পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, মাছ চাষ শুধু আর্থিক স্বচ্ছলতাই আনে না বরং পরিবারে আমিষের প্রয়োজনীয় চাহিদা মেটায়। এছাড়াও অত্র উপজেলায় পরিত্যাক্ত জলাশয়গুলো মাছ চাষের আওতায় এনে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করার আহবান জানান তিনি।