লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি
|| লামা উপজেলা প্রতিনিধি ||
‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন প্রতিপাদ্যে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে ৭দিন ব্যাপী (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত) নানান কর্মসূচি হাতে নিয়েছে লামা মৎস্য অধিদপ্তর। সপ্তাহ ব্যাপী কর্মসূচি অবহিতকরণ ও প্রচারে শনিবার (২৮আগস্ট) সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন। এ সময় উপ-সহকারী মৎস্য কর্মকর্তা বাবুল আব্দুল গফুর, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্য চাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।