রাজস্থলীতে অবাধে চলছে চোলাই মদের ব্যবসা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়াতে অবাধে চোলাই মদের ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে তরুণ ও যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
জানা যায়, উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুদুমছড়া, নাইক্যছড়া, কাকড়াছড়ি, ডাকবাংলা পাড়া এলাকার বেশকটি পরিবার সংসার চালাচ্ছেন এই চোলাই মদ বিক্রি করে। রাইখালী কারিগর পাড়া পার হয়ে বাজারে ঢুকতেই চোখে পড়ে চোলাই মদ বিক্রি করা পরিবারগুলোর দূর্গন্ধময় পরিবেশ। এতে অতিষ্ট হয়ে উঠছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকবার চন্দ্রঘোনা থানার পুলিশ বাহিনী অভিযান পরিচালনা করে এখানকার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম ধ্বংস করলেও অদ্যাবধি বন্ধ করা যায়নি এই এলাকাগুলোর চোলাই মদের ব্যবসা। দিনের পর দিন তৈরী ও পাচার হচ্ছে চোলাই মদ। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর নের্তৃত্বে বিপুল পরিমান বাংলা মদ জব্দ করে। তার পরও থেমে নেই মদ পাচার। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, বাজারে লোকচক্ষুর সামনে এভাবে মাদকের ব্যবসা এলাকার সমাজকে নষ্ট করবে।
বাঙালহালিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, বেশ কয়েকবার প্রশাসন এই মদ পাড়ায় অভিযান পরিচালনা করে এবং বিপুল পরিমান চোলাই মদ ধ্বংস করার পরেও প্রশাসনকে তোয়াক্কা না করেই তারা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে মদ তৈরী করে নিজ নিজ বাড়ীতে সেবন করার কথা থাকলেও মদের ব্যবসা সম্পন্ন ভাবে নিষিদ্ধ। এতে করে তরুণ ও যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই যুব সমাজ কে রক্ষা করতে হলে প্রশাসন কে সহযোগিতা করতে হবে। নইলে অদুর ভবিষৎ যুব সমাজ ধব্বংসে পরিণত হবে।