গুইমারায় পল্লী সঞ্চয় ব্যাংক’র উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান
॥ মাইন উদ্দীন বাবলু, গুইমারা ॥
করোনায় আক্রান্ত রোগীদের স্বাসকষ্ট রোধকল্পে অক্সিজেন সেবা নিশ্চিত করতে গুইমারা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে জালিয়াপাড়া ইসলামিক মিশনে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে জালিয়াপড়া ইসলামিক মিশন কার্যালয়ে এ অক্সিজেন সিলিন্ডার প্রদান হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। আরো উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংক’র গুইমারা শাখা ব্যবস্থাপক শান্তনু মহাজন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা বলেন, জালিয়াপাড়া ইসলামিক মিশন রামগড়-গুইমারাসহ অত্র এলাকার বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশাল এ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামিক মিশনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুপান্তরের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক শান্তনু মহাজন বলেন সারাদেশের ন্যায় গুইমারা উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় জালিয়াপাড়া ইসলামিক মিশনের প্রধান ডাঃ মুনমুন সুলতানা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি ইসলামিক মিশনের করোনকালীন ধারাবাহিক কার্যক্রমের কিছু তথ্য তুলে ধরেন জানান, ২০১৯-২০ অর্থ বছরে জালিয়াপাড়া ইসলামিক মিশনে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও প্যাথলোজির মাধ্যমে ৩৪৮৩৪জন এবং ২০২০-২১ অর্থবছরে ৪০৮৯২জনসহ এ পর্যন্ত ৭৫৭২৬ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের প্রাপ্তি আমাদের কাজে আরো প্রেরণা জোগাবে।