কাপ্তাই অস্বচ্ছল আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র ৬০ জন সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা খাদ্যগুদামের সামনে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলোর মধ্যে রয়েছে – চাল, ডাল, পেঁয়াজ, আলু ও সাবান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপি কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখু বড়ুয়া, প্রশিক্ষক মো.এমরান হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন প্রমুখ।
রাঙ্গামাটি জেলা সহকারী কমান্ডেন্ট আব্দুল মুস্তাকিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।