কাপ্তাইয়ে বন্যহাতি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ প্রদান
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে বন্যপ্রাণী ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সম্প্রতি কাপ্তাইয়ের শিল্পএলাকায় বন্যপ্রাণী দ্বারা ও নতুন বাজার ঢাকাইয়া কোলোনি পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।
বুধবার (২৫ আগষ্ট) সকালে কাপ্তাই ইউপি কার্যালয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ৬ পরিবার কে জনপতি নগদ ৫ হাজার টাকা করে দেয়া হয়।
এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, হেডম্যান থোয়াই অং মারমা, ইউপি সদস্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন উপস্থিত ছিলেন।