[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে ১৫ জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তা পেল ২০ লক্ষ টাকা’র প্রনোদনা

১৫১

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা’র ঋণ পেল ১৫ জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তা। বুধবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পল্লী উন্নয়ন সমিতি (বিআরডিবি) আলীকদম উপজেলা শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিস সূত্রে জানায়, ১৫ জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তাকে মোট ২০ লক্ষ ৭৩ হাজার টাকা বিতরন করা হয়েছে।

ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী আসিফ আহসান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চদ্র মহন্ত,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী,চার ইউপি চেয়ারম্যান, নাছির উদ্দীন, ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা,ক্রাতপুং ম্রো,সাংবাদিকসহ স্বল্প ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সায়েদ ইকবাল বলেন,পল্লী উন্নয়নে এমন প্রণোদনা এটিই প্রথম।স্বল্প সুদে আপনাদের এই ঋণ দেওয়া হচ্ছে। আপনারা নিজেরা উদ্যোক্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এভাবে একদিন কর্মসংস্থান ছাড়া কেউ থাকবে না। তিনি আরও বলেন, ঋণের টাকা যথাযথ ভাবে ব্যবহার করবেন,যাতে ঋণ পরিশোধ করতে সমস্যা না হয়। আপনাদের ছোট ছোট হাত গুলো বড় কিছু তৈরী করতে সহায়ক ভূমিকা পালন করবে।