রাঙ্গামাটিতে গাছে ফাঁস দিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের মানিকছড়িস্থ আরশিনগর পুলিশ ক্যাম্পে গাছে ফাঁস লাগিয়ে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম জয় দে (২৭)। তিনি চট্টগ্রাম জেলার রাউজানের চিকদাইর জালালীহাটের বাসিন্দা রনজিত দে এর ছেলে। সোমবার (২৩ আগস্ট) ভোরে আরশিনগর পুলিশ ক্যাম্পের নিকটবর্তী একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমজনিত কারণে সে আত্মহত্যা করতে পারে। বর্তমানে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#