বান্দরবানে ৪ কোটি ৩০ লক্ষ টাকার আফিনসহ আটক ১
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৪কেজি ৩০০গ্রাম আফিমসহ মাদক ব্যবসায়ী প্রুথোয়াই অং মার্মা(৭০) নামে একজনকে আটক করেছে র্যাব। রোববার (২২আগষ্ট) ভোরে উপজেলার কচ্ছতলি এলাকায় অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে র্যাব-৭ সুত্রে জানা গেছে।
র্যাব সুত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি প্রুথোয়াই অং মারমা(৭০) কচ্ছপতলী এলাকায় আফিম ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদে চট্টগ্রাম র্যাব-৭ উপ- পরিচালক মেজর নাসির নের্তৃত্বে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা কচ্ছপতলি গ্রাম থেকে প্রুথোয়াই অং মারমাকে আটক করতে সক্ষম হয়।
র্যাব সুত্রে আরো জানা যায়, আসামীর স্বীকাররোক্তিতে তার নিজ বাড়ি দোতলা মাচাং ঘরের নিচে কাঠের লাকড়ির পেছনে ১ টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৪কেজি ৩০০গ্রাম আফিম উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার গ্রাম প্রধান (কারবারী) বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির জানান, আসামী দীর্ঘদিন যাবত আফিম বিক্রি করে আসছে। তবে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ০৪ কোটি ৩০ লক্ষ (চার কোটি ত্রিশ লক্ষ) টাকা। আসামীর বিরুদ্ধে থানায় মামলায় দায় করা হয়েছে।