[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রসহ গ্রেফতার ১

১০৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় বিপুল পরিমাণ গোলাবারুদ,অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস (মূল) দলের অনিল কান্তি চাকমা (৩৯) নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার (২২আগস্ট) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার মগবান ইউনিয়নের কুকিমাড়া এলাকায় জেএসএস (মূল) দলের আস্তানায় অভিযান পরিচালনা করে গোলাবারুদ,অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে সদর উপজেলার মগবান ইউনিয়নের কুকিমাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএসএস (মূল) দলের আস্তানায় অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। এসময় জেএসএস (মূল) দলের আস্তানায় অবস্থানরত সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর চাপের মুখে সন্ত্রাসীদল উক্ত এলাকা হতে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। পরে এলাকা তল্লাশী করে ০১টি এসএমজি ও ২০ রাউন্ড এসএমজির এ্যামুনিশন , ০১টি পিস্তল ও ১০ রাউন্ড পিস্তল এ্যামুনিশন , ০২টি ম্যাগাজিন ০৪টি দা , ০১টি ছুরি , ০১টি ওয়াকিটকি সেট, ০২ জোড়া ইউনিফরম , ০৫টি কম্বল , ০১টি টুপি , ০৪টি মোবাইল (০২টি স্মার্ট ও ০২টি নরমাল , ইলেকট্রনিক ডিভাইস , ব্যাগ, দলিল দস্তাবেজ , ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস (মূল) দলের একজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দলের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।#