[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রসহ গ্রেফতার ১

১০৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় বিপুল পরিমাণ গোলাবারুদ,অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস (মূল) দলের অনিল কান্তি চাকমা (৩৯) নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার (২২আগস্ট) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার মগবান ইউনিয়নের কুকিমাড়া এলাকায় জেএসএস (মূল) দলের আস্তানায় অভিযান পরিচালনা করে গোলাবারুদ,অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে সদর উপজেলার মগবান ইউনিয়নের কুকিমাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএসএস (মূল) দলের আস্তানায় অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। এসময় জেএসএস (মূল) দলের আস্তানায় অবস্থানরত সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর চাপের মুখে সন্ত্রাসীদল উক্ত এলাকা হতে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। পরে এলাকা তল্লাশী করে ০১টি এসএমজি ও ২০ রাউন্ড এসএমজির এ্যামুনিশন , ০১টি পিস্তল ও ১০ রাউন্ড পিস্তল এ্যামুনিশন , ০২টি ম্যাগাজিন ০৪টি দা , ০১টি ছুরি , ০১টি ওয়াকিটকি সেট, ০২ জোড়া ইউনিফরম , ০৫টি কম্বল , ০১টি টুপি , ০৪টি মোবাইল (০২টি স্মার্ট ও ০২টি নরমাল , ইলেকট্রনিক ডিভাইস , ব্যাগ, দলিল দস্তাবেজ , ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস (মূল) দলের একজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দলের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।#