থানচিতে করোনা সচেতনতায় গণমাধ্যম কর্মীরা
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে মাস্ক পড়িয়ে সচেতনতা সৃষ্টি করেছেন গনমাধ্যম কর্মীরা। এ সচেতনতা সৃষ্টির মূলত করোনা ভাইরাসের সুরক্ষা টিকা আওতায় আসেননি এমন পথ শিশু, দোকান কর্মচারীদের এর আওতা আনা হয়েছে।
রবিবার (২২ আগস্ট) সকালে উপজেলা প্রেস ক্লাবের গনমাধ্যম কর্মীদের উদ্যোগে সদর বাজার ও তার আশে পাশে এলাকা গুলোতে এ সচেতনতা সৃষ্টি করে।
এর আগে থানচি প্রেসক্লাবে আলোচনা সভা করেন গণমাধ্যম কর্মীর। তাঁরা বলেন, তাদের নিজস্ব আয়ের থেকে সামান্য সঞ্চয়কৃত অর্থ দিয়ে পথ শিশু ও দোকান কর্মচারীদের মাস্ক বিতরণ করে স্বাস্থ্য সচেতন ও সামাজিক দুরত্ব বজায় রাখতে আহ্বান জানান। ১৮ বছরে নিচে যাদের করোনা টিকা আওতায় আসেননি তাদের খুঁজে খুঁজে মাস্ক বিতরণের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করেছে গণমাধ্যম কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আজকের পত্রিকা প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা, অর্থ সম্পাদক ও দৈনিক সচিত্র মৈত্রী প্রতিনিধি হিমংপ্রু মারমা, কার্যনির্বাহী সদস্য ও পাহাড় কন্ঠ প্রতিনিধি মথি ত্রিপুরা, কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক পাহাড়ের সময় প্রতিনিধি চিংথোয়াই অং মার্মা প্রমূখ।