মহালছড়ির সিঙ্গিনালায় প্রীতি ফুটবল ম্যাচ
গুইমারা একাডেমি ফুটবল টিম ০-১ সিঙ্গিনালা ফুটবল টিম
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালাতে গুইমারা একাডেমি ফুটবল টিম বনাম সিঙ্গিনালা ফুটবল টিম এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২১ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গুইমারা একাডেমি ফুটবল টিম ও সিঙ্গিনালা ফুটবল টিমের মধ্যকার খেলায় ০-১ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়।
উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করতে মাঠে প্রচুর নারী ও পুরুষের সমাগম ঘটে। সর্বশেষ খেলায় গুইমারা একাডেমি ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে সিঙ্গিনালা ফুটবল টিম জয়লাভ করে। পুরো খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন মিয়া।
সিঙ্গিনালা ফুটবল টিম পরিচালনাকারী থুইসাপ্রু মারমা বলেন, আমেরিকা প্রবাসী ড, মংসানু মারমা’র সহযোগিতা ও পরামর্শে বর্তমান সময়ে উঠতি বয়সী ছেলে-মেয়েদেরকে মোবাইল গেমস থেকে দূরে রাখতে প্রতিদিন নিয়মিত ভাবে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ফুটবল টিম এসে এ ম্যাচগুলোতে আগ্রহ নিয়ে অংশ নিচ্ছে। এতে খেলা শুধু ছেলেরা খেলছেনা, মেয়েরাও অংশ নিচ্ছে এ ফুটবল খেলায়। এ খেলা নিয়মিত ভাবে প্রতিদিন চলবে।