[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খুলনায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

৭৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে সাম্প্রদায়িক হামলা, মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাতের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ, সনাতন যুব পরিষদ, সনাতন শিক্ষার্থী সংসদ রাঙ্গামাটি জেলা শাখার নেতাকর্মী সহ জেলার সকল মঠ-মন্দির ও সর্বস্তরের সনাতনী সমাজ। রবিবার (২২ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাঙ্গামাটি শাখার সভাপতি সুজন দে, জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক টুটুল দে, রাঙ্গামাটি রাধা রাস বিহারী মন্দিরের অধ্যক্ষ নিতাই নুপুর দাস ব্রহ্মচারী, রাঙ্গামাটি গীতা শিক্ষা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহা, সনাতন যুব পরিষদ শহর কমিটির সভাপতি উজ্জল চৌধুরীসহ, রাঙ্গামাটি’র বিভিন্ন সনাতনী সংগঠন ও মঠ-মন্দিরের নেতৃবৃন্দরা।

সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে বলেন, স্বাধীনতার পর থেকে কোন সাম্প্রদায়িক হামলার বিচার হতে দেখিনি আমরা, যার কারণেই দেশে এই ধরণের হামলা ঘটেই চলেছে। দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও একের পর এক সাম্প্রদায়িক হামলা দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে। এই ধরণের সাম্প্রদায়িক হামলা বন্ধ ও রুপসায় ঘটনাসহ সকল সাস্প্রদায়িক হামলার তদন্ত পূর্বক চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এর আগে পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।