[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’
[/vc_column_text][/vc_column][/vc_row]

ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে

৮৫

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুইতেও পারে না। সমাজের বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বরবাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

এ মাস শোকের মাস, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদদের বিনম্র শ্রদ্ধা। নিপাত যাক হ¹ল শত্রু, শোক হোক হ¹ল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, পন হোক আগামীর উন্নয়নে।

সম্মানীত পাহাড়ের সময় পত্রিকার পাঠক, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, বিজ্ঞাপন দাতা, পত্রিকা বিক্রেতা এজেন্ট মালিক শ্রমিক সহ শুভানুধ্যায়ী হ¹লকে জানাই শ্রদ্ধা ও ভালোবাস। ২০১৭ সালের ২৩ জুলাই এ প্রকাশনার পথ চলা শুরু হইয়া আজ অবধি সমান্তরাল হাঁটিয়া যাইতেছি। গত ২৩ জুলাই ২০২১ ইং তারিখে ৫ম বর্ষে প্রবেশ করিয়াছি। দেশের বিপদ আপদের এই পরিস্থিতিতে প্রকাশনার সাময়িক বেঘাত সৃষ্টি হইয়াছে তয় অনলাইন সংস্করনে সংবাদ ছিল নিয়মিত। এই নিয়মিত পথ-ঘাট চলায় ‘সাপ্তাহিক পাহড়ের সময় পরিবার’ হ¹লের আশির্বাদ ও দোয়া কামনা করিতেছে।

আমাগো বিজির সেক্টর কমান্ডার ওসমানী জেঠা কহিলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ দুইডা নাম আলাদা হইলেও ইতিহাস একটাই। স্বাধীন বাংলাদেশের পথিকৃত এই মহানায়ক। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে তিনশ নব্বই দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে তাইনে এইসব কহিলো। কথা হইলো বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-বাংলাদেশ এইসবের ইতিহাস যাঁরা মুছিয়া দিতে চাহিয়াছে তাঁগোর বিষয়েও জাতিরে সজাগ করিতে হইবে। উন্নয়নে শান্তিতে সোনার বাংলার পিছনে যাঁহারাই শত্রুতা লাগাইয়া রাখিয়াছে তাঁগোর বিষয়ে হজাগ থাকিতে হইবে, চিন্তায় আছি…

হ্লা জেঠা কহিলো, থানচির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলের সংকটে থাকিয়া জনসেবা দিতে হিমশিম খাইতেছে কতৃপক্ষ। ডাক্তার নার্স যে পরিমান আছে হেইডা দিয়েও চিকিৎসেবা চালন মুশকিল হইয়া গিয়াছে। রোগীর ঠেলায় দিশেহারা হ¹লই। কথা হইলো রোগী আর রোগীর সেবাকারীরা চটিবার আগেই শুন্যস্থান পূরন করন জরুরী, নইলে লাট্টালাট্টিও হইতে পারে, চিন্তায় আছি…

মংসি জেটা কহিলো, গুজবে কান দিয়া বান্দরবানের টংকাবতী গ্রামের ম্রো জনগুষ্টি করোনার টিকা মারিতে চাহে না। এই সব লইয়া আমাগো প্রশাসনের, স্বাস্থ্য বিভাগের কর্তাগোর চোখে ঘুম নাই। টিকা লইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকেও বহুত ছবি দেখিয়া হাসি পায়। নিজ পরিবারের আর জাতির রক্ষা চাইলে টিকা নিতেই হইবে। আমাগো দেশের প্রধামুন্ত্রী হাসনিা জেটিতো কহিলো করোনারেও জয় করিবে এই দেশ। কথা হইলো বহুত হাসাপাতালে রোগীরে যেইভাবে চেঁছড়াইতেছে, বহুত স্থানে গুজব ছড়াইতেছে হেইগুলার দিকেও কঠোর নজর দিতে হইবে, চিন্তায় আছি…

হোসেন জেঠা কহিলো, লকডাউনে লকডাউনের জীবনের হ¹লই যাউনে নামিয়া মানবেতর জীবন ডাপন করিতেছে লংগদুর পাবরিক স্কুলের মাস্টার মশাইগন। নিজেগোর বেতনতো নাই তার মইধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করিতে পারিতেছে না। কথা হইলো করোনার থাবায় দেশের হ¹ল মাস্টার মষাইগনও তাঁগো জমাজাটির শুন্যের কোঁটা দাড়াইয়াছে। আমাগো প্রধানমুন্ত্রী হাসিনা জেটিতো কহিলো ইনশাল্লাহ দেশের জেটা-জেঠিরা করোনারে বিদায় দিয়া আবারো ঘুরে দাঁড়াবেই। যাউ¹া আমাবশ্যা কাটিয়া পূর্ণিমাতো আসিবে, তয় মনোবল রাখিতে হইবে, চিন্তায় আছি…

আমাগো চাই জেঠা কহিলো, তিন পার্বত্য জেলায় আমামীলীগের ৭২তম পুতিষ্টা বার্ষিকী পালন করিয়াছে দলের নেতাকর্মী জেঠা-জেঠি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের মাহানয়াক হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশেতো মহা মহা শত্রুর দল ইতিহাস ইতিহ্যরে রাতারাতি পাল্টাইয়া উল্টো চালাইয়াছিল। সত্যরে মিথ্যা মিথ্যারে সত্য এইসব করিতে করিতে জাতিরে অন্ধাকারে নিমজ্জিত করিয়াছে। সঠিক ইতিহাসরে বিকৃত করিয়াছে। কথা হইলো যারা এইসব করিয়াছে তাঁগো পিছনের ইতিহাস লইয়া নিজেগোর মাথা মগজেও ধারন করিয়া রাখে নাই তয় অন্যের সঠিক ইতহাস লইয়াতো বিকৃত করিবেই। প্রত্যেক জেঠা-জেঠির জীবনে ভালামন্দ ইতিহাস থাকে কিন্তু ভালাটারেই শ্মরণ করিতে হয় চিহ্নত খারাপটারে ধীরে মুছিতে হয়, চিন্তায় আছি…

হক জেঠা কহিলো, বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে খালি ইয়াবাই পয়দা হইতেছে। দিনের পর দিন খালি ধরাই খায়। চুনোপুঁটিতো আছেই গেল শুক্রবারে স্কুলের দপ্তরী সত্তর হাজার পিস লইয়া ধরা খাইয়াছে। মনে হইতেছে এই উপজেলারে মাদকের রাজ্যে পরিণত করিতে মাদক কারবারীরা পুতিযোগীতা লাগাইয়াছে, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। লুটেরার দল এইবারতো চিন্তিত জেঠারে ৫৩ ঘন্টা জেল খাটাইয়াছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। লগে অশীতিরপর বৃদ্ধ নীহারও জুটিয়াছে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২২ আগষ্ট, ২০২১ খ্রিঃ