[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ যুবলীগ সভাপতি গ্রেফতার

৫১

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ উছালা মার্মা পিন্টু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ম্যোরিগা পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ম্যোরিগা পাড়ায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ উছালা মার্মা পিন্টুকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত উছালা মার্মা পিন্টু সোনাইছড়ি জুনিয়ার হাইস্কুলের দপ্তরী ও সোনাইছড়ি ৫নং ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশে এধরনের অভিযান অব্যহত থাকবে।