থানচিতে শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম শুরু
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮বছর ঊর্ধ্ব ১৫জন শিক্ষার্থীকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, শনিবার (২১ আগস্ট) সকাল থেকে ১৮বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের করোনার টিকার প্রথম ডোজ দিতে শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শিক্ষার্থীরা অনলাইনে রেজিষ্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সরাসরি টিকা গ্রহন করেছে। আজ শনিবার সকাল ১০ থেকে ১১ টার মধ্যে ১৮ বছরে তদুর্ধ্ব ১৫ জন শিক্ষার্থীর করোনার টিকা নিয়েছে। সব মিলে দেড় শতাধিক মানুষ টিকা নিয়েছে।
স্বাস্থ্য বিভাগে আরো জানা যায়, করোনার টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত থেকে সুরক্ষা অ্যাপে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের জন্য টিকা নিবন্ধনের অপশন চালু করা হয়। সকল শিক্ষার্থীদের করোনা টিকা নিতে সকল প্রস্ততি গতকাল শুক্রবার থেকে সম্পন্ন রাখা আছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, সরকারের ঘোষিত ১৮ বছরে উপরে সকল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। শিক্ষার্থীদের টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে করোনা টিকা নেয়ার সংখ্যা বেশী হলে পরিস্থিতির দেখে করোনা টিকা বুথ বাড়ানো হবে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমানে করোনা টিকা মজুদ রয়েছে।