[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে কৃষক থুইনুমং হত্যাকাণ্ডের ২ আসামি গ্রেপ্তার

৪৭

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার কৃষক থুইনুমং মারমার হত্যাকাণ্ডের অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী ডংনালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুইচাপ্রু মারমা(৪৮) রাঙ্গামাটি জেলার রাইখালী ইউনিয়নের কাকড়াছড়ি এলাকার মৃত উসাথ্রু মারমার ছেলে এবং অপরজন পাইংচিং মারমা( ৪২) একই এলাকার আফোইমং মারমার ছেলে। এর আগে থুইনুমং হত্যার মামলায় আরো এক আসামিকে গ্রেপ্তার হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ নভেম্বর রাজস্থলী উপজেলার লংগদু পাড়া এলাকার কৃষক থুইনুমং মারমাকে অর্তকিত ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা উদ্বার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় থুইনুমং মারমার মা বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করেন।

এবিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান জানান, বাঙালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা ২ আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থুইনুমং মারমা হত্যায় মামলা থাকায় উভয়কে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।