খাগড়াছড়িতে অনুর্ধ্ব-১৭ মহিলা ফুটবলারদের মাঝে বোনাসের অর্থ হস্তান্তর করেন জেলা প্রশাসক
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
গতকাল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ মহিলা ফুটবল দল রাঙ্গামাটি জেলা মহিলা ফুটবল দলকে ৬-১ গোলে পরাজিত করে। খেলোয়াড়দের উৎসাহ যোগাতে গতকালই ৫০ হাজার টাকা বোনাস ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। যার ফলে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের হাতে বোনাসের অর্থ হস্তান্তর করেন তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস খেলোয়াড়দের আরো ভালো খেলার প্রত্যাশা করে তাদের উদ্দেশ্যে বলেন, এবার খাগড়াছড়ি জেলা চ্যাম্পিয়ন হবে, এই মন্ত্র ধারণ করে খেলার পরামর্শ দেন। তাছাড়া খাগড়াছড়ি জেলাবাসী তাদের পাশে আছে মর্মে তাদের শুভ কামনা জানান।