কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মোছাম্মদ সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহম্পতিবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার বুড়িঘাট এলাকার বনবিভাগের পাশে নিচ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বৃহস্পতিবার সকালে তার খালাতো বোনদের সাথে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে সুমি আক্তার। তাদের অজান্তে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায় সুমি। এসময় তার খালাতো বোনেরা অনেক খুঁজাখুঁজি করে তারা চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।