ষড়যন্ত্র মামলায় জেল হাজতে সাংবাদিক মিলটন বড়ুয়া
॥ নিজস্ব প্রতিবেদক ॥
একটি ষড়যন্ত্র মামলায় ফাঁসিয়ে তিন পার্বত্য জেলার বহুল প্রচারিত পত্রিকা সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক প্রবীন সাংবাদিক মিলটন বড়ুয়াকে জেল হাজতে প্রেরণ করেছেন। মঙ্গলবার (১৭আগস্ট) দুপুরের রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতের ম্যাজিস্ট্রেট সবুজ পালের আদালতে ঐ মামলার ৭নং আসামী সহ অপর পাঁচ জন আসামী আত্মসমর্পণ করলে আদালত চার জনের জামিন মঞ্জুর করলেও সাংবাদিক মিলটন বড়ুয়ার জামিন নামঞ্জুর করে তাকে হাজতে প্রেরণ করে। উক্ত মামলায় ৭ জন আসামী ছিল। বিজ্ঞ আদালত ৬ জনকে ইতোমধ্যে জামিন প্রদান করেছে।
এ বিষয়ে আসামী পক্ষের অ্যাডভোকেট মোঃ নুরুল হক জানান, মঙ্গলবার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পালের আদালতে আসামী মিলটন বড়ুয়া জামিনের জন্য আবেদন করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি শহরের চম্পকনগর এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদানকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মিলটন বড়ুয়া। অকুস্থল থেকে ফিরে তিনি অনলাইন পোর্টাল সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার করেন। এতে বাদী ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষের সঙ্গে ৭নং আসামী হিসেবে সাংবাদিক মিলটন বড়ুয়ার নামও মামলায় অর্ন্তভুক্ত করেছে। সংবাদ প্রকাশ করায় বাদী নীহার কান্তি ক্ষুদ্ধ হয়ে সাংবাদিককে ইন্দন দাতা হিসেবে আসামী করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মিলটন বড়ুয়া আসামী হয়ে জেল হাজতে যাওয়ায় রাঙ্গামাটি কর্মরত সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।