[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু

৪৮

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। ইতিমধ্যে অনেক গ্রাহক হয়েছে। সিটি ব্যাংকের যারা গ্রাহক হয়েছে তারা প্রত্যেকে ব্যাংকের সেবার পাশাপাশি ঋণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রোয়াংছড়ি সিটি ব্যাংক আউটলেটের পরিদর্শন করেন এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ফ্যানেন্সিয়াল সার্ভিস এসএভিপি এন্ড রিজিওনাল হেড নাচমুল ইসলাম ও সিটি ব্যাংক লোহাগাড়া ব্রাঞ্চের এজেন্ট ব্যাংকিং এর দায়িত্বরত আবু ডাইফ হোসেন সিদিকু।

এ সময় রোয়াংছড়ি সিটি ব্যাংক আউটলেট শাখার মেসার্স হ্লাছোহ্রী এন্টারপ্রাইজ প্রোপাইটর হ্লাছোহ্রী মারমা বলেন গত ২০২০ ডিসেম্বর থেকে রোয়াংছড়ি উপজেলাতে এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে এসেছেন। আমার এ সিটি ব্যাংক এজেন্ট আউটলেট থেকে সঞ্চয়, ডিপিএস, এফডিআর, রেমিন্ট্যান্স, পাসোর্নাল লোন, উদ্যোক্তা লোন, হাউজ লোন, ব্যবসা লোন প্রদান করা হবে। এ পযর্ন্ত দুজনের লোন প্রক্রিয়াধীন রয়েছেন।