রাঙ্গামাটিতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপিত আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বক্তব্য রাখেন।
আব্দুল জব্বার সুজন বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছিল। ‘১৯৭৫ সালের ১৫ আগষ্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ হামলাকারী পলাতক জঙ্গীদের ও এই হামলায় মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। ২০০৫ সালে দেশের ৬৩ জেলা ৫০০ টি পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। ধিক্কার জানাই সেই জেএমবির মদদদাতা বিএনপি জোট সরকারের প্রতি। তিনি আরো বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলোর তথা অবৈধ অস্ত্রধারীদের কর্মকান্ড জঙ্গিবাদের মতই। তাদের বিরুদ্ধেও সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।’
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক মন্ডলীসহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।