[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদল
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

১৯৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

 খাগড়াছড়ির মানিকছড়িতে তেরো বছরের এক কন্যা সন্তানকে ধর্ষনের অভিযোগে পিতা দুলাল মিয়া (৫০)কে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৬ আগস্ট) রাতে ঐ কন্যা শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গচ্ছাবিল চৌধুরী পাড়া এলাকার মোঃ দুলাল মিয়া’র দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার তিন সন্তানের জননী। বড় মেয়ে গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্বামী দুলাল মিয়া ও স্ত্রী পারভীন আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল। এরই মধ্যে গত ২১ ও ২৮ জুলাই এবং ১০ ও ১৪ আগস্ট অভিযুক্ত দুলাল তার বসত ঘরে স্ত্রীর অনুপস্থিতিতে নিজ কন্যা সন্তানকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চারবার ধর্ষণ করে। পরে ওই শিশু ধর্ষণের বিষয়টি তার মাকে খুলে বলে।

ফলে গতকাল সোমবার (১৬ আগস্ট) সকালে প্রথমে ১নং মানিকছড়ি ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামকে অবগত করে। তারা অভিযুক্ত দুলাল মিয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষনের ব্যপারটি অস্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে রাতে মেয়ের মা পারভীন আক্তার ধর্ষক দুলালকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ওসি মোঃ শাহনূর আলম জানান, মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত পিতাকে গ্রেফতার পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।