রাঙ্গামাটির লংগদুতে গভীর রাতে আগুনে পুড়লো ৪টি দোকান
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
জেলার লংগদু উপজেলার ভাইবোনছড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ছে ৪টি দেকান সহ ১টি ক্লাব। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১ টার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় এবং থানা সুত্র জানিয়েছে।
স্থানীয় দোকান মালিক ইব্রাহিম সূত্রে জানা যায়, গত রাত প্রায় ১ টার সময় পাশের হানিফের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কি ভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লেগেছে। এতে ৩টি মুদি দোকান ও ১টি চা দোকান এবং বিএনপি’র অফিস সম্পূর্ন পুড়ে যায়। স্থানীয়রা প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীরা জানান আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এতে নিঃশেষ হয়েছে অনেকে।
থানা সুত্র জানায়, গভির রাতে আগুনের সুত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ব্যবসায়ীদের যথেষ্ট ক্ষতি হয়েছে।