[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণরাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানবান্দরবানের লামায় জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসনবাঘাইছড়ির মারিশ্যাস্থ বিজিবি জোন অসহায়দের মাঝে টিন বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় যুবক আটকরাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংলাপের প্রস্তাবখাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ২ লাখ টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরুবাঘাইছড়িতে ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

২৭

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

লংগদু উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন, লংগদু থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন। এসময় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ ই আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, লংগদু জামে মসজিদ এর খতিব জনাব মাওলানা রেজাউল ইসলাম।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জান এর সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অর বিন্দু চাকমা, লংগদু থানা অফিসার্স ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংবাদ সভাপতি তৈয়ব আলী বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল্লাাহ,মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার ইমাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন, সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক ও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দুই জনকে ৫০ হাজার টাকা করে ঋনের চেক বিতরন করেন।