থানচিতে পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানিয়েছে থানচিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সরকারী বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক দলে অঙ্গ-সংগঠন ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান।
রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের প্ষ্পুস্তবক অর্পনের মাধ্যমে জাতীয় শোক দিবস এই দিনটি কর্মসুচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ অফিসের পৃথক পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
পরে সকাল ১০টায় দিকে উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসনে আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপরে রচনা, চিত্রাঙ্কন, ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারটি দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। এছাড়াও থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়সহ উপজেলা সরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সুশীল সমাজে জনগণ উপস্থিত ছিলেন।