থানচিতে ইয়াবাসহ এক যুবক আটক
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে ইয়াবাসহ এক যুবক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পটুয়াখালী বালাদিপা থানায় কপাল পাড়া (ফকির পাড়া) নিবাসী মৃতঃ মোঃ বারেক ফকির ছেলে মোঃ ফারুক ফকির (৩৭)। তিনি বর্তমানের বান্দরবান সদরে শেরেবাংলা নগর এলাকায় আবুল হোসেন বাড়ি ভাড়াটিয়া থাকে বলে জানা গেছে।
উপজেলা থানার সুত্রে জানা যায়, থানার পুলিশের উপ-পরিদর্শক নুর উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে চৌরাস্তায় মধ্যে এদিক সেদিক তাকিয়ে থাকার অবস্থাতে সন্দেহ হলে তাকে তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ৭টি পলিথিন মোড়ানো ২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায় বলেন, গতকাল সন্ধ্যায় ২০ পিস ইয়াবাসহ একজন আটক করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।