ফেসবুক পোস্টে তাহেরার ভাগ্য বদল,পাচ্ছেন প্রধানমন্ত্রী ঘর
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
ঠিক আসমানি কবিতার মতো একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি,ভেন্না পাতার ছাউনির মতো একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘর,হালকা বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে ভিটামাটি কাঁদায় ভরে যায়। ঝড়ের কবল থেকে রক্ষা পেতে ঘরের আশপাশ বেশ কয়েকটা প্রতিরোধক খুঁটি লাগানো হয়েছে। প্রতিক্ষণে তাদের আতংকে কাটে কখন সর্বনাশা ঝড়ের শেষ সম্বলটুকু উড়িয়ে নিয়ে যায়।
বলছিলাম তাহেরা বেগমের ঘরের কথা। তিনি বেলছড়ি ইউনিয়েনের খেদাছড়ায় বাসিন্দা। স্বামী হারিয়ে দুই ছেলে নিয়ে তার বসবাস। আর্থিক দুরাবস্থার কারণে কোন রকম জীবিকা নির্বাহ করেই চলে তার সংসার। পাঁকা বাড়িতে থাকার স্বপ্ন কখনও দেখেনি তাহেরা বেগম। সে স্বপ্ন পুরণ হতে যাচ্ছে তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন অসহায়ত্বের খবর দৃষ্টিগোচর হবার পর আজ শনিবার বেলা ১১টার দিকে ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) হেদায়েত উল্ল্যাহ্। পরিদর্শন শেষে তাহেরা বেগমের সাথে দীর্ঘ আলাপচারিতায় তাকে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের উপহারের ঘর দেয়ার আস্বস্ত করেন তিনি।
মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ঘর পাবার খুশিতে আবেগ আপ্লুত হয়ে উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়ে তাহেরা বেগম বলেন,আমি কখনো স্বপ্নেও ভাবি নি,একটি পাকা ঘরে পাবো,এ সময় দুই হাত তুলে দোয়া করলেন তাহেরা বেগম।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) হেদায়েত উল্ল্যাহ্ অসহায় মানুষদের নীড়ের ঠিকানা প্রদানে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ মন্তব্য করে বলেন,তাহেরা বেগমের অসাহায়ত্বের বিষয়টি পরিদর্শনপূর্বক সঠিক প্রাপ্যতাসাপেক্ষ্যে তাকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি ঘর প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি।