কাপ্তাইয়ে ৩শ’ ৩১ পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১নম্বর চন্দ্রঘোনা ইউপি আরো ৩শ’৩১ অসহায়, দুস্থ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার।
শনিবার (১৪ আগষ্ট) সকালে ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপস্থিতে ইউপি কার্যালয়ে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
এ দিকে চন্দ্রঘোনা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ৩শ’ ৩১ অসহায় পরিবারের মধ্যে ১শ’ ৩১ পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২শ’ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসময় সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলো।