নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষংছড়ি ॥
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ১হাজার ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমত উল্লাহ (২৬) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তগত উখিয়া-টেকনাফ রোডের টিভি টাওয়ার পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি, রহমত উল্লাহ(২৬), তিনি উখিয়ার কুতুপালং মধুর ছড়া ক্যাম্প-৩ এলাকার আজিম উল্লাহর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তগত উখিয়া-টেকনাফ রোডের টিভি টাওয়ার পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে মাদক পাচারকারী কাছ থেকে ১হাজার ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয় ।
এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫লক্ষ ৭০ হাজার টাকা। আটককৃত আসামী বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।