[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে বীরঙ্গনা হ্লাম্রাসং মারমা পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি

১৪৯

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

মহালছড়িতে বীরাঙ্গনা হ্লাম্রাসং মারমা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার আগেই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রাত ৯ টায় নিজ বাড়িতে মারা যান। ফলে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়ায় দাহক্রিয়া সম্পন্ন করা হলো। গতকাল ১১ আগষ্ট বুধবার রাত ৯ টায় উপজেলার বাবু পাড়া গ্রামে নিজ বাড়িতে ৬৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকাল ৩ টায় সামাজিক শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হবে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, বীরঙ্গনা হ্লাম্রাসং একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের দ্বারা নির্যাতিত হন। বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে ছেড়ে দেওয়া হতো। মুক্তিযুদ্ধের সময় তার কারণে অনেক মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী পাক হানাদারদের নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছিলো। উচিত ছিলো মৃত্যুর আগে বীরঙ্গনা হিসেবে স্বীকৃতি পাওয়া। কিন্তু তা তিনি পেলেন না।

স্থানীয় মুক্তিযোদ্ধা এ,কে,এম হুমায়ূন কবীর বলেন, হ্লাম্রাসং মারমা কম সময়ের মধ্যেই বীরঙ্গনা হিসেবে অবশ্যই স্বীকৃতি পাবে। কিন্তু দুর্ভাগ্য, মৃত্যুর আগে তিনি কিছুই পেলেন না।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ হ্লাম্রাসং মারমা’র মৃত্যু ঘটনাটি নিশ্চিত করেছেন।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন, বীরঙ্গনা হিসেবে গেজেট প্রকাশিত না হলে কাউকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহকার্য কিংবা দাফন করার কোন সুযোগ নেই। তারপরও হ্লাম্রাসং মারমার দাহক্রিয়া সম্পন্ন করার জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং মহাছড়ি উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ১৫ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে।