[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদল
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে " বঙ্গবন্ধুর" জাতীয় শোক দিবস উপলক্ষে

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা করতে হবে – জুয়েল রানা

৮৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর কুইজ, ৭ই মার্চের ভাষণ,কবিতা আবৃত্তি, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অগাস্ট) সকালে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার আখিঁ তালুকদার, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রিনা চাকমা ও বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপক কর্মকার সহ এ ৩জন বিচারকমণ্ডলীর পরিবেশনায় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা , বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আলাদা কারিকুলামের উপর যেমন খেলাধূলাসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে চর্চা করা উচিত। এতে ওই প্রতিষ্ঠানের সুনাম অর্জন হয় বলে তিনি মনে করেন। তিনি বলেন, পুঁথিগত বিদ্যা অর্জন করে ভালো মানুষ হওয়া যায় না।ভালো মানুষ হতে হলে পুঁথিগত বিদ্যা বাদ দিয়ে জীবনমূখী শিক্ষা অর্জন করতে হবে।

এছাড়াও তিনি, প্রতিযোগিতা অনুষ্ঠানে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের ভূয়সী প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।