আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রশিক্ষন সনদ ও যুব ঋৃনের চেক বিতরন
॥ সোহেল রানা দীঘিনালা ॥
মানুষের এবং গ্রহের স্বাস্থ্যের জন্য খাদ্য ব্যবস্থায় যুব উদ্ভাবনকে পরিবর্তন করা প্রতিপাদ্য ধারণ করে ১২অগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে প্রশিক্ষন সনদপত্র ও যুব ঋৃনণের চেক বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অগাস্ট) খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা অডিটরিয়াম সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জওহর লাল চাকমা, দীঘিনালা থানা অফিসার ইনর্চাজ একেএম পেয়ার আহমেদ, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস প্রমূখ।
আলোচনা সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ প্রশিক্ষনের সনদ ও যুব ঋৃনের চেন প্রদান করেন। এতে তিন জনকে ২লক্ষ ২০হাজার টাকার চেক ও সপ্তাহ ব্যাপি প্রশিক্ষনের সদন প্রদান করা হয়।