বান্দরবানে নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২১.৮৪% জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯জন,রুমা উপজেলা ২ জন, থানচি উপজেলা ১জন, লামা উপজেলা ২ জন, ৬ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০ জন।
বুধবার (১১ আগষ্ট) সকালে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১০ হাজার ৬শত ৭০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ৮শত ৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৭৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪শত ৯৭ জন ও ১হাজার ৫শত ৬৬ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ৩০ হাজার জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।