[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় তারাবনিয়া সড়কের দুই পাশে বৃক্ষ রোপনলামায় বাড়ির মাচাংয়ে পাওয়া গেল ৯ বছরের শিশুর মৃতদেহবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকার বিহার নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণা চাকমার ‘মা’ অর্থের অভাবে চিকিৎসাও হচ্ছে নাপানছিড়িতে ভেজা চোখে রাজকীয় বিদায় জানালেন মসজিদের ইমামকেখাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতাররাঙ্গামাটির বাঙ্গালহালিয়া খাল ঐতির্হ্যের নীরব সাক্ষী, অথচ দখলে দূষণে বিপর্যস্তকাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেওসুজন এর নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম, সম্পাদক বিনয়লংগদু উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ মতবিনিময়
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে জেটিঘাটে ময়লার পাহাড় দূর্গন্ধে চলাচলের দুর্ভোগ

৪৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট একমাত্র ব্যবসায়ী প্রাণ কেন্দ্র এ কেন্দ্র হতে নৌ পথে বিভিন্ন পর্যটকসহ সরকারি-বেসরকারি লোকের নিয়মিত যাতায়াত ঘটে। কিন্ত জেটি নৌ পথে নামার সিঁড়ির একপাশে দেখা যায় ময়লা আবর্জনার পাহাড়। ময়লার স্তুপ হতে দূর্গন্ধ ছড়াচ্ছে, ফলে এই পথে চলাচলকারী যাত্রী সাধারণকে নাকে হাত চেপে রেখে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ময়মা মারমা,আব্দুল সালাম স্বপন। এরা বলছেন আমরা প্রতিদিন এ পথ দিয়ে নামার সময় ময়লার দূর্গন্ধ বমি আসে।

প্রতিদিন শত শত যাত্রী নৌ পথে বিলাইছড়ি এবং রাঙ্গামাটিতে যাতায়াতের জন্য এই সিড়ি ব্যবহার করে। এছাড়া কাপ্তাই লেক, কাপ্তাই সেনাবাহিনী পরিচালিত লেক ভিউ পিকনিক স্পট এবং বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নান্দনিক ঝর্না উপভোগ করতে অসংখ্য পর্যটক আসা যাওয়া করে এই পথে। সিঁড়ির পাশে এই ময়লার স্তুপ দেখে অনেকেই এ ময়লার স্তুপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষোভ ঝেড়েছেন।

কাপ্তাই জেটিঘাট বোট সমিতির লাইনম্যান শীতল সরকার বলেন, এটা অপসারণের দায়িত্ব বাজার কমিটির। কারন এইখানে সবচেয়ে বাজারের ময়লা ফেলা হয় বেশী।

কাপ্তাই জেটিঘাট বাজার সমিতির সাবেক সভাপতি লোকমান আহমেদ বলেন, এটা অবশ্যই পরিস্কার হওয়া উচিত। তবে জেটির সাথে সংশ্লিষ্ট জেটি কন্ট্রাকটরের দায়িত্ব এটা পরিস্কার করা।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও জেটিঘাট ইজারাদার সমিতির সদস্য ইউপি সদস্য সজিবুর রহমান জানান, অচিরেই এই ময়লার স্তুপ অপসারণ করা হবে উল্লেখ করেন।