বান্দরবানে করোনা ১জনের মৃত্যু, শনাক্ত ২১
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২১ জন । সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২১.৬৫% । তবে চিকিৎসাধীন অবস্থায় ১জন মৃত্যু বরণ করেছে। তিনি সদর উপজেলা লালমোহন বাগানে মৃত মহসীন’র স্ত্রী নুরজাহান বেগম(৬৯)। এনিয়ে জেলার করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯জন, রোয়াংছড়ি উপজেলা ১ জন,রুমা উপজেলা ১ জন, থানচি উপজেলা ১জন, লামা উপজেলা ৪ জন, আলীকদম উপজেলা ১জন ও ১জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০ জন।
সোমবার (৯ আগষ্ট) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪২ জন ও একহাজার ৪৪৮ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এ পর্যন্ত ৩০ হাজার জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছেন।