[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণের ঘটনায় ৩ঘন্টার মধ্যে ২ ধর্ষক গ্রেফতারনায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালনখাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালনখাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধা নায়েক শফি উল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদার পর দাফন

৪৬

॥ চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলাতে বীর মুক্তিযোদ্ধা নায়েক শফি উল্লাহর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (৯ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। জেলা মানিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল্লাহ (৯০) রবিবার (৮ই আগষ্ট) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্নাইলাহী ওয়াইন্নাইলাহী রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধার মোঃ শফি উল্লাহর বড় সন্তান মোঃ দাউদ আলম জানিয়েছেন, নোয়াখালীর সেনবাগ উপজেলায় সরকারী গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল্লাহ ওরফে নায়েক শফি(৯০), পিতা- মোঃ ইউনুছ মিয়া, স্থায়ী ঠিকানা-সেনবাগ, নোয়াখালী, বর্তমান লেমুয়া, মানিকছড়ি। একজন তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীতে নায়েক পদমর্যাদায় কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। রোববার (৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৪স্ত্রী, ৩ছেলে, ৪মেয়ে নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ ও থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মাধ্যমে চির বিদায় জানানো হয়। পরে তাঁর নামাজে জানাজায় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, ভাইস-চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেনসহ সকল মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন শেষে সামাজিক কবরস্থান তাকে দাফন করা হয়।