[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে ৬ কেন্দ্রে করোনা গণটিকা শুরু হচ্ছে

৮০

॥ চিংথোয়াই অং মারমা,থানচি ॥

বান্দরবানে থানচিতে সারাদেশে মতো সকল ইউনিয়ন পর্যায়ে ৪টি ইউনিয়নের ৬টি টিকাকেন্দ্রে একযোগে ২৫ বছরে তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলা সকল ইউনিয়নের সদরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, বলিপাড়া উচ্চ বিদ্যালয়, তিন্দু ইউনিয়ন পরিষদ, রেমাক্রী ইউনিয়ন পরিষদ, ছোট মদক বাজার ও বড় মদক বাজার ৬টি টিকাকেন্দ্র স্থাপন করে একযোগে করোনা ভ্যাকসিন গণটিকা কার্যক্রম শুরু হয়।

উপজেলা সদরসহ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের নিধারিত টিকাকেন্দ্রে করোনা ভ্যাকসিন টিকাদানের রেজিষ্ট্রেশন মাধ্যমে টিকা সেবা প্রদান করেছে স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন এনজিও কর্মীরাও। এবং থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ইউনিয়ন পর্যায়ে প্রত্যন্ত অঞ্চল থেকে টিকা নিতে আসার মানুষকে ফ্রি রেজিষ্ট্রেশনসহ কার্ড প্রিন্ট করে সেবা দিচ্ছে উপজেলা কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলা সদরে টিকাকেন্দ্রে উদ্ধোধন করে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা, প্রধানমন্ত্রী, শেখ হাসিনার মনোবল ও বলিষ্ঠ নেতৃত্বে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি প্রচেষ্টায় থানচি উপজেলাতে সকল ইউনিয়ন পর্যায়ে করোনা ভ্যাকসিন টিকাদান কার্যক্রম শুভ সূচনা করার সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষসহ উপজেলা বিভিন্ন এনজিও কর্মীর ও সকল সেচ্ছাসেবী সদস্যদের প্রতি নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তিনি।

এসময় উপস্থিত আছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী, থানা অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ প্রমুখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, উপজেলা সদরসহ ৪টি ইউনিয়নের ৬টি টিকাকেন্দ্র স্থাপন করে ১৬ হাজার ৮০ জনকে টিকাদানের আওতায় আনতে টার্গেট করে গণটিকা কার্যক্রম শুরু করছি। কিন্তু নেটওর্য়াক বিহীন তিন্দু ও রেমাক্রী থেকে কর্মীরা সদরে না পৌচ্ছালে গণটিকা শুরু দিনের কতজন টিকা আওতায় আসছে তা জানা সম্ভব হয়নি এখনো।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, উপজেলা সদরসহ ৪টি ইউনিয়নের ৬টি টিকাকেন্দ্রে মাধ্যমে গণটিকা শুরু হয়েছে। তা ১২ আগস্ট পর্যন্ত চলবে। উপজেলা দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের যে যার ইউনিয়নের টিকাকেন্দ্রে গিয়ে করোনা ভ্যাকসিন টিকা গ্রহনের জন্য আহব্বান জানান তিনি।