বান্দরবানে ইউনিয়ন পর্যায়ে আগামিকাল যাচ্ছে করোনা ভ্যাকসিন
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭আগস্ট থেকে বান্দরবানের প্রতিটি ইউনিয়ন পর্যায়েও করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।
শুক্রবার(৬ আগষ্ট) সকালে বান্দরবান সদরের ইপিআই স্টোর থেকে জেলার সাতটি উপজেলার ৩৩টি ইউনিয়নে গাড়ী করে এই করোনার টিকা পৌঁছানোর কার্যক্রম শুরু হয়।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ চলছে এবং এ পর্যন্ত ১৫ হাজার ৭২০জন ১ম ডোজ ও ১১০জন ২য় ডোজ গ্রহন করেছে।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা গেছে, ৭ আগস্ট থেকে বান্দরবান পৌরসভার ৯টি ওর্য়ার্ড ও ৭টি উপজেলার ৩৩টি ইউনিয়নে একযোগে এই করোনার টিকাদান কর্মসুচী শুরু হবে। প্রতিটি ইউনিয়নে একটি সেন্টারে ৩টি বুথের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃতদের এই টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন জানান, বান্দরবানের যেসমস্ত দুর্গম উপজেলাগুলোতে যাতায়াত ব্যবস্থা ভালো নয় এবং দূরত্ব বেশি সেখানে ও দ্রুত সময়ে এই টিকা পৌঁছানোর কাজ চলছে এবং পৌঁছে গেলে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।