[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে দেশীয় মদসহ এক যুবক আটক

৩২৪

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে দেশীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত নাম শলোমং ত্রিপুরা, পীং মৃত থইয়ংপ্রু ত্রিপুরা, বাসিরাং পাড়া, সে রুমা উপজেলা নাইতিং মৌজা এর রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাসিন্দা বলে জানা যায়।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ব্লু রংঙের ব্যাক হাতে থানচি বাজার থেকে অন্যত্র যাওয়ার প্রস্তুতিকালে বাজারে ডিউটিরত পুলিশ কনস্টেবল নিলয় চক্রবর্তী, আল আমীন ও উপ পরিদর্শক সাইফ উদ্দিন মোঃ শাওন সন্দেহ করা হলে তাঁর ব্যাকটি চেক করেন। তাঁর ব্যাকের চেক করা হলে ১০ লিটার ভর্তি দেশীয় মদ পাওয়া যায়।

থানচি থানা মামলা তদন্ত কর্মকর্তা উপ–পরিদর্শক সাইফ উদ্দিন মোঃ শাওন সাংবাদিকদের তথ্য নিশ্চিৎ করে বলেন, ১০ লিটার ভর্তি দেশীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা নং ১ তাং ৬/৮/২১ মামলা করা হয়েছে। তাকে ২০১৮ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ এর টেবিল ২৪(খ) ধারা আটক করা হয় বলে জানান তিনি।