[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে করোনায় আরো দুই জনের মৃত্যু

৪৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে গত ২৪ঘন্টায় করোনায় আবার ও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২জনে। এ ছাড়া গত ২৪ঘন্টায় ৯০জনের শরীরে নমুনা পরীক্ষায় ৩০জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৩৩শতাংশ।

স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১২হাজার ২শ ৪০জনের নমুনা পরীক্ষায় ২হাজার ৩শ ৯৩জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তবে জেলার আরো অন্তত ২৪জন মারা গেছেন সমতলের বিভিন্ন হাসপাতালে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ করোনার লক্ষন যেমন-জ্বর, হাঁচি-কাশি থাকলে হাসপাতালে এসে করোনা পরীক্ষা করানোর জন্য অনুরোধ জানিয়েছে। তিনি সবাইকে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

এদিকে করোনা সংক্রমণ বাড়লেও স্থানীয়দের মধ্যে মাস্ক ব্যবহারসহ স্বাস্থবিধি না মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে। কঠোর লকডাউনের চতুর্থ দিনে খাগড়াছড়িতে ইজিবাইক, রিকশাসহ হালকা যান চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে দোকানপাট।

সংক্রমণ হারের বিবেচনায় খাগড়াছড়ির মানিকছড়ি, খাগড়াছড়ি ও রামগড় পৌর সদর এলাকাকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া মাটিরাঙা, দীঘিনালা, পানছড়ি ও লক্ষীছড়ি উপজেলাকে সবুজ জোনের আওতায় আনা হয়েছে।