কাপ্তাইয়ে করোনায় আরো এক নারীর মৃত্যু
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিতু আক্তারের (৫১) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ফুলবাগান এলাকার বাসিন্দা মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সমলেন্দু বিকাশ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চটগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিতু আক্তারের মৃত্যু হয়। তাঁর স্বামী হানিফ তালুকদার কাপ্তাই পিডিবির কর্মচারী।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, গত ২ আগস্ট কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টে তাঁর করোনা পজিটিভ আসে।
উল্লেখ্য, গত মঙ্গলবার কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় বেবী আক্তার নামে এক নারী করোনায় মৃত্যু হয়। এনিয়ে কাপ্ত্ইায়ে করোনায় ৩ পুরুষ ও ২ নারী মারা গেছেন।