রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেল এ্যাম্বুলেন্স
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জেলার কাউখালী উপজেলার মানুষের চিকিৎসা সেবার সুবিধার্থে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুইমিং প্রু রোয়াজা এর নিকট হাস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি মহোদয় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুইমিং প্রু রোয়াজা উপস্থিত ছিলেন।