মানিকছড়িতে সফল উদ্যোক্তাদের মাঝে কোভিড-১৯ প্রণোদনা ঋণ বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, খাগড়াছড়ি ॥
মানিকছড়ির বিভিন্ন সমবায় সমিতি ও দলের সফল উদ্যোক্তার মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণ হিসেবে ২০ জন সদস্যদের মাঝে ৪০ লক্ষ টাকার প্রনোদনা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন র্বোড (বিআরডিবি)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউসিসিএ লিমিটেড চেয়ারম্যান মো. আকতার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এসময় উপজেলা বিআরডিবি র্কমর্কতা মো. আবুল কালাম মজুমদার, ইউসিসিএ লি. পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, গ্রাম সংগঠক মোঃ রেজাউল খান, বিউটি রানী মজুমদার, মাঠ সংগঠক গৌবিন্দ কুমার ত্রিপরা, মাঠ সহকারী মোঃ রাশেদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কোভড-১৯ প্রনোদনা ঋণের মাধ্যমে প্রতি সদস্য ২ লক্ষ টাকা করে ২০ জন সদস্যের মাঝে সর্বোমোট ৪০ লক্ষ টাকা ৪% সুদে বিতরণ করা হয়।