মাটিরাঙ্গায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জ্যেষ্ঠপুত্র,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক ও বীর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে,অনুষ্ঠানে অত্র উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর অংশগ্রহন করে। দিবসটি উপলক্ষে করোনা পরিস্থিতির কারনে নেতাকর্মীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে সীমিত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন লিটনের সঞ্চালনায়,মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজির সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন।
বিশেষ অতিথী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বক্তব্য প্রদান করেন। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক সোলাইমান বাদশা,পৌর যুবলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন আহাম্মেদ,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহাদাৎ হেসেন,মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু তালেব প্রমুখ বক্তব্য প্রদান করেন।
একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল মন্তব্য করে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ জ্যেষ্ঠ পুত্র কে ১৫ আগস্ট ১৯৭৫-এ ঘাতকেরা নির্মমভাবে হত্যা করলেও স্বাধীন বাংলাদেশের উদ্দীপ্ত তারুণ্যের অগ্রদূত এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃত, বহুমাত্রিক গুণে গুণান্বিত এই অসাধারণ ব্যক্তিত্ব বাঙালির চিন্তা-চেতনায় ও জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বাবুল আহাম্মেদ,সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাত্রিতে তিনি জাতির জনকের হত্যাকারী ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।