নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ আগষ্ট) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বশির আহমদ (৩৭) রামুর জোয়ারিনালা ইউনিয়নের নাদার পাড়ার গ্রামের মনছুর আলীর ছেলে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল ডিউটির সময় ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়ছে।