শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ানের পরলোক গমন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
শিক্ষাবিদ ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান পররোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর মুত্যুতে শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ শোক জানিয়েছেন। মৃত্যু কালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাঁর পারিবারিক সুত্র জানান, ড. মানিক লাল দেওয়ান সম্প্রতি করোনায় আক্রান্ত হলেও তিনি তা কাটিয়েও উঠেছেন। অসুস্থ হলে তিনি চট্টগ্রামের পার্ক ভিউ হসপিটালে চিকিৎসা শেষে রাঙ্গামাটি শহরের তবলছড়িস্থ ট্রাইবেল অফিসার্স কলোনীর বাসভবনে ফিরেও আসেন। বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম প্রেরণ করেন। পরে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ব্রেণস্ট্রোক করেন বলে জানান। শুক্রবার (৩০জুলাই) ধর্মীয় অনুষ্ঠান শেষে তাঁর দাহিক্রিয়া সম্পন্ন করা হবে বলেও সুত্র জানায়।
এদিকে ড. মানিক লাল দেওয়ান এর মৃত্যুতে পাবৃত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং বোর্ড এর সকল কর্মকর্তা কর্মচারীও শোক জানিয়েছেন। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সহ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এছাড়াও তাঁর মৃত্যুতে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী মোক জানিয়েছেন। প্রেরতি এক বার্তায় বলা হয় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে রাঙ্গামাটি জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। অপর দিকে জেলা আওয়ামীলীগ এবং বিএনপি ও তাদের অংগসংগঠন এর নেতৃবৃন্দগন ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে শোক জানিয়েছেন সেই সাথে তাঁর বিদেহী আত্মর সৎগতি কামনা করেছেন।