[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিতখুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতে সিদ্ধান্তে মাটিরাঙ্গায় ক্ষোভখাগড়াছড়ির রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ এর ক্যাম্পেইনমাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধনছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দীঘিনালা কলেজ ছাত্রদলের বিক্ষোভমাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে স্থাপন করা হলো করোনা জিন এক্সপার্ট মেশিন

৫২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

করোনা রোগীর চিকৎসা সুবিধার্থে বান্দরবান হাসপাতালে বসানো হয়েছে করোনা পরিক্ষক জিন এক্সপার্ট মেশিন। বৃহস্পতিবার (২৯জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি এ কার্যক্রমের উদ্বোধনও করেন।

এইসময় বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু মারমা জানান, এই জিন এক্সপার্ট মেশিন মাধ্যমে দ্রুত করোনা পরিক্ষা করা যাবে। এর আগে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কক্সবাজার ও চট্টগ্রামে ল্যাবে পাঠাতে হয়। সেই সাপেক্ষে বিভিন্ন উপজেলায় এই মেশিনটি বসানো উদ্যেগ নেওয়া হয়েছে। তবে বান্দরবান সদর হাসপাতাল পাশাপশি লামা স্বাস্থ্য কমপ্লেক্স ও এই মেশিন্টি স্থাপন করা হয়েছে।

তিনি আরো জানান, জেলা সর্বস্তর সাধারণ মানুষকে কোন ভোগান্তিতে পোহাতে না হয় সেই ব্যাপারে আমরা এই উদ্যেগ নিয়েছি। তবে এন্টিজেন পরীক্ষার মাধ্যমেও করোনা রোগী শনাক্তে কাজ চলছে। খুব শিগগিরিই সদর হাসপাতালে একটি পিসিআর ল্যাব বসানো হবে বলে জানান এই কর্মকর্তা।

এসময় জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডাঃ অংশৈ প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি অমল কান্তি দাশ সহ প্রিন্ট মিডিয়া গণমান্যবর্গ উপস্থিত ছিলেন।

এইদিকে জিন এক্সপাট মেশিন মাধ্যমে প্রতিদিন ৮ জন করে করোনা পরীক্ষা করানো যাবে এই মেশিন দিয়ে। ফলে সাধারণ মানুষে ভোগান্তি কম হবে বলে জানা যায়।