ভবঘুরেদের রাতের আহার করালেন কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এবং প্রতিবন্ধী ও পথহারা অসহায় মানুষের মূখে এক বেলা খাবার দিলেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ। রবিবার (২৫জুলাই) রাতে ২৫জন মানসিক ভারসাম্যহীন পুরুষ ও মহিলাদের মাঝে এ খাদ্য বিতরণ করেন মোঃ শাহিনুর রহমান।
দেখা যায়, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন, বাস স্ট্যান্ড, নতুন বাজার, জেটিঘাট, পিডিবি’র প্রবেশমুখ এলাকা ও যাত্রী ছাউনির নীচে অসংখ্য মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এবং প্রতিবন্ধী ব্যক্তি যত্রতত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারা সংখ্যায় প্রায় ২০-২৫ জনের মধ্যে। এছাড়াও মাঝে মধ্যে কিছু মানসিক ও ভারসাম্যহীন ব্যক্তি আসেন। খিদার যন্ত্রণায় রাস্তার আশে পাশে ময়লা-আবর্জনা খেতে দেখা যায়। কোন পথচারীর মন চাইলে মাঝে মধ্যে খাবার দেয়। এদিকে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহিনুর রহমান এ মানসিক ভারসাম্য ও ভবঘুরেদের জন্য তার পরিবারের পক্ষ হতে এক বেলা খাবার খাওয়ান। খাওয়ার মধ্যে ছিল ভাত, মাংস, ডাল এবং পানির বোতল। তাঁর এ কাজে সহযোগিতা করেন ফাঁড়ির উপ-পরিদর্শক পীযুষ কান্তি দাস, এটিএসআই মোঃ খায়রুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান (ফাঁড়ি ইনচার্জ) দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বস্তরের লোকদের আহবান করেন। এবং নিজ নিজ আয়ের কিছু অর্থ এদের পিছনে খরচ করে মানবতার সেবায় এগিয়ে আসার আহহ্বান জানান।
উল্লেখ্য, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরদের মধ্যে সম্প্রতি খাবার বিতরণ করেন।